রবিবার ৩ আগস্ট ২০২৫ - ২০:২১
ইসরাইল-যুক্তরাষ্ট্র আগ্রাসনের সময় পাশে থাকার জন্য পাকিস্তানের প্রশংসা করলেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার পাকিস্তান সফরে এসে দেশটির সঙ্গে ১২টি সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে বলেন, “প্রিয় পাকিস্তানে এসে আমি অত্যন্ত খুশি। এই দেশ আমার দ্বিতীয় বাড়ি। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার সরকারকে আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাই।”

হাওজা নিউজ এজেন্সি: মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পেজেশকিয়ান ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ১২ দিনের সন্ত্রাসী আগ্রাসনের সময় পাকিস্তান সরকারের, সংসদের, রাজনৈতিক দল এবং আলেম সমাজের ঐক্যবদ্ধ সমর্থনকে অত্যন্ত প্রশংসনীয় ও উৎসাহব্যঞ্জক হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “ইরান ও পাকিস্তানের বন্ধুত্ব গভীর ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ। পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ইরানের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান ভিত্তি এবং পাকিস্তান শুধুমাত্র প্রতিবেশী নয়, বরং আমাদের ভাইসম দেশ।”

সফরের সময় দুই দেশ নানা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ১২টি সমঝোতা স্মারকে সই করেছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha